বাইক দুর্ঘটনায় ক্রিকেটার নাঈমের মৃত্যু!
মোটরবাইক র্ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন ক্রিকেটার এমদাদ হোসেন নাঈম। ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচিত এই মুখ ১২ দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। গতকাল শনিবার রাতে কেরানীগঞ্জের বাসায় চিকিৎসাধীন অব্স্থায় মারা গেছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
নাঈমের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই রোহিতপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে তিনি মাথায় আঘাত পান। চোট গুরুতর ছিল। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে তাঁকে বাসায় পাঠানো হয়। বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায়ই শনিবার রাতে মারা যান তিনি।
শনিবার রাত ১০টায় তাঁর নিজ এলাকায় ধর্মশুর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। ঢাকার ক্লাব ক্রিকেটে নাঈম ওয়ান্ডারার্স ক্লাবের অলরাউন্ডার হিসেবে খেলেছেন। তরুণ এই ক্রিকেটারের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Comments
Post a Comment