Realme narzo 30a Review
ফোনটার বক্সে কোন কাবার খুঁজে পাইনি। সিম ইযেক্টের টুল। 18 word এর ফাস্ট চার্জার। এই দামের ফোনে তারা ১৮ ওয়াডের চার্জার দিছে এইটা একটা সাদুবাদ জানানো উচিত, না হলে এটার যে বিসাল 6000mah ব্যাটারি এটার ভিতরে দেওয়া। ব্যাটারি বেকাফ এর দিক দিয়ে এটা খুবই ইস্টং। মোটামুটি দুই দিন আপনি আরামসে চালাতে পারবেন। যদি হেবি ইয়োজ ও করেন তা হলেও ৯-১০ ঘন্টা বেকাফ দিতে পারবে। তো ব্যাটারি বেকাফ ছাইটে কোন চিন্তা থাকার কথা না। চার্জিং দিকেও এটা 18 worder। এটা ফুল চার্জ হতে সময় নেয় 2.50 ঘন্টার মতো। narzo 30a ফোনটা হাতে নিয়ে একটু ভারি ভারি মনে হচ্ছিল, এর ওজন 205 গ্রামের মতো। একটু বড় প্লাষ্টিক ভডির ফোন। হেন্ড ফিল সাদারন। দুইটা কালারে এবেল এবেল দেশে, কালো এবং ব্লু, একটু আকাশি টাইফের ব্লু। বডিতে সেকেন্ডারি নয়েজ কেন্সেলেসন মাইক নাই। এ সারা সবই আছে টিপ্ল কার্ড স্টল আছে তবে পিছনে ফিজিকাল ফিংগার ফিন্ট সেন্সর খুবই ফাস্ট। একদম ফাস্ট আনলক হয়ে যায়। কোন কমপ্রেন নাই এই দিকে। প্রটেন এবং ডিজাইন এ realme বাকি বাজেট কোনগুলির মতই অবস্থা একটু 19-20 করে বাজারে আসতাছে। ফ্রন্টে আছে 6.5 cm IPS display যার রেজুলেশন 720। সাথে আছে ওয়াটার ড্রপ নছ। সাফ নেছ লেবেল মেটামোটি কাজ চালানোর মতো। রিয়ালমি এটার মেক্স ব্রাইট নেছ জথেস্ট ভালো। আউটডোরে ডিসপ্লে দেখতে কোন সমস্যা হয় না। টাচ লেটেনছি খুবই অল্প গভির কোন সমস্যা না। ডিসপ্লেটা দাম অনুযায়ী ভালো কোয়ালিটির IPS display পেনেল। os হিসাবে রয়েছে এনডুয়েট 10 রিয়েলমি 1ui. এটা নিয়ে। প্রসেছর হিসাবে রয়েছে helio G85 গরিবের গেমিং চিপসেট। প্রচুর গেমিং টেষ্ট করা হয়ছে এতে। পাবজি, কট,এসপল৯,পিরিফায়ার। তো পাবজি এটাতে 4টি fps এ রান করে। একসুয়ালি কমপানি গুলা যতই গেমিং গেমিং ডিভাইজ বলে মার্কটে বাহির করুক না কেন 13-14হাজার টাকার একটা ফোনে কতখানি গেমিং দিতে পারে আপনারাই ভাইবা দেখেন। দেশের ইয়াং ইস্টার রা বেশি থেকে বশি এই সব রেঞ্জ এর মধ্যেই ফোন কিনে এবং বাজেট ফোনগুলা দেশে চাহিদা সবাদিক। এই সব ফোনগুলাতেই বেশি সময় দরে গেম খেলে। সেই জন্য হচ্ছে এ রকম বাজেটের মধ্যে গেমিং টেগ আলা,এটলিষ্ট মিডিয়াটেক জি সিরিজের চিপসেট দিয়ে যে গুলা আচ্ছে কিছুটা এগিয়ে থাকবে। অন্য দিকে রেগুলার ডে টু ডে ইয়ুজে কোন সমস্যা খুঁজে পাইনি। টুক টাক সফটওয়্যার অপটিমাইজেশনের ইসুটা সারা। ৪জিবি রেম হওয়ায় মাল্টিটাছকিং এর এক্সপিরিয়েন্সে ও ভালো ছিল এই টায়। আর 64 জিবি ইষ্টরেজ হচ্ছে 5.1টাইপের। অবার realme narzo30a পারফরম্যান্স সেক্টরে ভালোই ইষ্টং। তবুও চেষ্টা রাখবেন রেমটা ফ্রি রাখতে কম কম আপস ইন্সটল রাখতে। তাহলে ভলো একফিরিয়ন্স পাবেন।
এবার সবশেষে কেম্যেরা সেক্টর যাওয়ার আগে কিছু কথা দরকারী তথ্য দিয়ে দেই। কল কোয়ালিটি ভালোই ছিল, লাউডস্পিকের সাউন্ড ও যথেষ্ঠ সাউন্ড, ব্লুটুথ 5.0, ডুয়েল বেন্ড ওয়াই ও আছে, এ ছারা সকল দরকারী সেন্সর ও উপস্থিত আছে।
realme narzo30a তে রয়েছে তিনটি কেম্যেরা পিছনে আছে 13 মেগা পিক্সেলের মেইন লেন্সে সাথে আছে ২ মেগা পিক্সেলের ব্ল্যাক এবং হোয়াইট সেন্সর। রেয়ারে আর কোন থার্ড ক্যেমেরা নাই এইটা দেখে অনেকে ভাবসেন হয়তো অনেকে আমার মতই। এটা একটা ক্যেমেরা কাটাউট করে সুদু AI লেখি দিছে
। যাই হোক প্রাইমারি ক্যেমেরার পিকচার কোয়ালিটি ভালোই ছিল। ভাইব্রেন ছবি উঠে। কালার গুলো ভালোই পপ আপ করে তুলতে পারে। ডিটেইলস আর সাফ নেস এর বেপারে বলতে হয় যদি সক্ত হাতে তুলতে পারেন তাহলে এনাফ র্সাফ ছবি পেয়ে যাবেন। তবে হাত একটু নরলেই সব আউলুয়ে যায়। তবে দিনের বেলা ওভার অল ভালো ছবি দেয় এটা বলতেই হবে কিন্তু আলো কমলেন সব আউলিয়ে যায়। রাতের ভেলার ছবি একদমই সুবিদার না। পোট্রের্ট মোড টাও এভারেজ। ফ্রন্ট আছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যেমেরা। সেলফি গুলোর কোয়ালিটি বেশ ভালোই। ফ্রন্ট পোট্রেট গুলোও বেশ ভালো ছিল। তুলনামূলক এই বাজেটের ফোন থেকে যারা বালো সেলফি খুঁজেন তারা realme narzo 30a দিকে একটু নজর রাইখেন।

Comments
Post a Comment