টাইটানিক মুভিতে দেখা যায়, অধিকাংশ যাত্রী পানিতে ডুবে মারা যায়৷ কিন্তু মুভির হিরো "জ্যাক" বরফ শীতল পানিতে শূণ্য ডিগ্রী তাপমাত্রার কারণে মারা যায়৷ একজন দর্শক যখন মুভিটি দেখে তখন তিনি জ্যাকের মৃত্যুতে যতটা শোকাহত হন, জাহাজের অন্যান্য যাত্রীদের জন্য তার ততটা শোক হয় না৷ তখন দর্শকের অবস্থা হয় এমন যে, সব মরে যাক তবু ও নায়ক জ্যাক বেঁচে থাক। কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, কেনো এমন হলো? মানুষ হিসেবে সকল যাত্রীর মৃত্যুতে সমান দুঃখ পাবার কথা ছিলো৷ অথচ নায়ক জ্যাকের প্রতি দর্শকের এতো দরদ হয় কেনো? জ্যাক একজন জুয়ারী, মদ্যপ, ধুমপায়ী, অশ্লীল ছবি অঙ্কনকারী, সর্বপরি জ্যাক এজন ব্যভিচারী। এতকিছুর পরও দর্শকের কাছে জ্যাকের জীবন অন্যদের চেয়ে বেশি মূল্য রাখে কেনো? উত্তর খুবই সহজ, প্রযোজক ক্যামেরাটি শুধু "জ্যাক ও রোজ"এর দিকে ফিরিয়ে রাখে৷ ফলে দর্শকের মনে হয়, জাহাজে যাত্রী শুধু ওরা দুজনই৷ কিন্তু একই সময় ক্যামেরার অপর প্রান্তে হাজার হাজার নারী ও শিশুর চিৎকার ও আর্তনাদ দর্শকের কানে পৌঁছে না৷ ফলে দর্শক তা অনুধাবনের চেষ্টা ও করে না। আমাদের প্রাত্যহিক জীবনও এমন। আজ আমরা করোনা মোকাবেলায় ...
Comments
Post a Comment